ওসমানী মেডিক্যাল এলাকায় ৩টি ফার্মেসিকে জরিমানা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:০৩:৫২,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২১ বার পঠিতসিলেট নগরীর ওসমানী মেডিক্যাল এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধের বিক্রয় ও প্রয়োগ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
বুধবার (১০ জুন) বিকালে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা, অপর ২টি প্রতিষ্ঠানকে অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে ৫ হাজার করে ১০ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সার্বিক সহযোগিতা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ উপস্থিত দোকানী ও জন সাধারণের উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন হয়ে সততার সাথে আপনাদের ব্যবসা পরিচালিত করুন এবং ভোক্তাদের অধিকার রক্ষা করুন। মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে না রেখে তা যথাযথ ভাবে ধ্বংস করুন।