সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ট্রাকচালক কামাল শেখ

টাইম ডেক্স
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২০,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১৭ বার পঠিত
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ট্রাকচালক কামাল শেখ (৩৫)। সোমবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী (হেলপার)। তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে মোংলা থেকে থেকে বিদ্যুতের খুঁটি বোঝাই করে ট্রাকটি বরিশালের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাগেরহাট–মাওয়া মহাসড়কের ফকিরহাট মূলঘর এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এ কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি সজোরে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক কামাল শেখ নিহত হন। তার বাড়ি খুলনার নূরনগর এলাকায়।
সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় ট্রাকে থাকা হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।