ভুকশিমইল ইউনিয়নে বন্যা পানিতে জীবনযাপন বিপন্ন

কুলাউড়া প্রতিনিধিঃ-
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:০৫,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৪৬ বার পঠিত
কুলাউড়া উপজেলার ভুকশিমইল গ্রামের মানুষের জীবন যাত্রা বিপন্ন হয়ে পড়েছে। ভুকশিমইল ইউনিয়নের মানুষের চলাফেরা করার মত অবস্থা অনুপযোগী হয়ে পড়েছে। চারিদিকে শুধুই বন্যার পানি। ভুকশিমইল ইউনিয়ন এর মানুষ পানি বন্দী হয়ে জীবনযাপন করতে হচ্ছে। ঘর থেকে বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই চারিদিকে পানি আর পানি।
মাধ্যমিক-স্কুল গোলায় ছাত্র-ছাত্রী যাতায়াত করতে পারছেনা। প্রথমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলোতে রয়েছে বিপদ সীমার মত বন্যার পানি। এমন কি মসজিদে নামাজে যাওয়ার জন্য রাস্তা ঘাটের বেহাল অবস্থা অর্ধেক ভিজে মসজিদে নামাজ পরতে আসেন শত মুসল্লীরা। ভুকশিমইল ইউনিয়ন এর মানুষ বাজার হাটে যাওয়ার কোন সুযোগ নেই। মানুষ ঘরের ভিতরে দিনার দিন থাকতে হচ্ছে পানি বন্দি হয়ে। ভুকশিমইল ইউনিয়নের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পেটের টানে শত কষ্ট করে তিন দিনে চার দিনে বাজার-হাট করতে যান।
ভুকশিমইল ইউনিয়নের এক ওয়ার্ড মেম্বার হোসেন খান মোটফনে জানান আমাদের হাকালুকি হাওর পাশে থাকার কারনে খুবি অল্প সমেয়ে ভুকশিমইল ইউনিয়ন এর চারিপাশে বন্যায় প্রবাহিত করে ফেলেছে। তিনি আরও জানান যে বন্যার কারনে স্কুল মাদ্রাসা পানি বন্দি হয়ে পড়েছে। এবং রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাতে দূর থেকে কেউ গ্রামে আসলে তার জন্য বিপদ কারন কোনটা রাস্তা আর কোন হাওয়র তা বুঝা বিষন দায়। ভুকশিমইল ইউনিয়নের মেম্বার আরও জানান যে এখম পর্যন্ত ইউনিয়ন থেকে কোন আর্থিক সহায়তা ও ত্রান প্রদান করা হয়নি। তবে অল্প কিছু দিনের মাধ্যমে ইউপি থেকে ব্যাবস্থা গ্রহন করা হবে আসসাস দেন।
এই রিপোর্ট করার আগ মূহুর্তে কোন ধরনের ত্রান বিতরন করা হয় নাই।