জগন্নাথপুর বাজারে শতাধিক দোকানপাট উচ্ছেদ

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:১৬:০৬,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৭৪ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদর বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ফুটপাতে থাকা প্রায় শতাধিক কাচা মালের দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া বিভিন্ন দোকানের অতিরিক্ত দখলকৃত স্থাপনা অপসারণ করা হয়েছে।