সিলেটে শপিং ব্যাগের ভেতর নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:২৮,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৫২ বার পঠিতসিলেটের খাসদবির এলাকায় শপিং ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুলাই) জুমার নামাজের পর খাসদবির এলাকায় স্থানীয়রা ব্যাগটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনস্থলে এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর খাসদবির ইসরাইল মিয়া রোডের কুনু মিয়ার বাড়ির সামনে একটি শপিং ব্যাগে নবজাতকের লাশ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ফাঁড়ির ইনচার্জ এসআই বাতেন লাশটি উদ্ধার করেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শাহদত হোসেন নবজাতকের লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।