ময়মনসিংহের ডোবায় ডুবে দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:১৩:৪৪,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮৬ বার পঠিত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাস্তার পাশের ডোবায় ডুবে চার বছর বয়সী দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।
উপজেলার আমতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চকের কান্দা গ্রামের এই দুই শিশুর মৃত্যু হয়।
তারা হল- ওই গ্রামের হজরত আলীর ছেলে তানজিন আহম্মেদ ও আইয়ূব আলীর ছেলে জিহাদ হোসেন জিহাদ হোসেন।
চেয়ারম্যান শফিক বলেন, “শিশুরা বাড়ি কাছে বাজারে চুল কাটাতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে তারা রাস্তার পাশের ডোবায় ডুবে যায়।”