বরইকান্দিতে খুন

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:৫২:২৭,অপরাহ্ন ২২ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৪৪ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার (২২ জুলাই) বেলা সাড়ে চারটার দিকে দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের চান্দাই গ্রামে এ খুনের ঘটনা ঘটে। ছালিক মিয়া (৪৫) একই গ্রামের বাসিন্দা।
খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে বিকেল সাড়ে চারটা নাগাদ এ খুনের ঘটনা ঘটেছে। আমরা মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।