বরইকান্দিতে খুনের ঘটনায় মামলা

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১০:২৭:০৬,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে খুনের ঘটনায় মামলা দায়ের করেছেন খুন হওয়া ছালিক মিয়ার ছোট ভাই জুবেদ আহমদ।
মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আসামী করা হয় আরো ৫-৬ জনকে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
এতে প্রধান আসামী করা হয় ওয়াহিদ উল্লাহ গেদন মিয়ার ছেলে আলীম উদ্দিন রবিনকে।
অন্যান্য আসামীরা হচ্ছে আছাব আলীর ছেলে সেলিম আহমদ,শামীম আহমদ,ওয়াহিদ উল্লাহ গেদন মিয়ার ছেলে মুকিত আলী, ও মৃত আব্দুল গফুরের ছেলে ওয়াহিদ আলী গেদন মিয়া।
নিহত ছালিক মিয়ার ভাই জাহেদ আহমদ গুরুতর জখমের কারণে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি রয়েছেন। তার অবস্থা আশাংকাজনক জানিয়েছেন ছোট ভাই জুবেদ আহমদ।