গোপালগঞ্জের শিকপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:২২:৩৯,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৩২৯ বার পঠিতগোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর তত্বাবধানে ও বিশিষ্ট ব্যবসায়ী এমকে শাফি চৌধুরী (এলিম চৌধুরী)’র সহযোগিতায় উপজেলার আমুড়া ইউনিয়নের শিকপুর ফেরিঘাটে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল লেইস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক উপ বিভাগীয় সম্পাদক হোসেন আহমদ, ইউপি সদস্য মুজিবুর রহমান, ঘাঘুয়া ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাবেক ইউপি শ্রমিক লীগ সভাপতি সায়ফুল আলম মুকিত, উপজেলা ছাত্রলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, জিয়াউল ইসলাম জাবের প্রমুখ।