নেত্রকোণার বাড়ির আঙিনায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:২৪:২১,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২৬ বার পঠিত
ফাইল ছবি
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নে বন্যার পানিতে ডুবে জয় সরকার (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আদমপুর গ্রামের বিজয় সরকারের একমাত্র ছেলে জয় সরকার শনিরার সকাল ৭টার দিকে বাড়ির আঙিনায় খেলা করার সময় বন্যার পানিতে পড়ে যায়। প্রতিবেশী শিশুরা তা দেখে চিৎকার শুরু করে।
পরে পরিবারের লোকজন অনেকক্ষণ পানিতে তল্লাশি করে জয়কে উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।