ক্যান্সার রোগে আক্রান্ত মাছুম সকলের সহযোগিতায় বাঁচতে চায়

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০১:১৩,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৪০ বার পঠিতব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত দিনমজুর মাছুম আহমদ (৩২) সমাজের দানশীল ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়। সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের সিকন্দরপুর রাউতকান্দি গ্রামের এলাইছ মিয়ার ছেলে। বিল্ডিং এর রংমিস্ত্রী দিনমজুর মাছুম আহমদ দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সার, পিতে পাথর ও লাঞ্চে পানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাসায়ি। সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রক্তরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ নাজমুল ইসলামের তত্ত্বাবধানে মাছুম চিকিৎসাধীন।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসার মাধ্যমে মাছুমকে পুরোপুরি সুস্থ করতে প্রায় পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তার পিতা বয়োবৃদ্ধ জনিত রোগে অসুস্থ। পরিবারের সেই একমাত্র উপার্জনকারী ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়।
বর্তমানে মাছুমের অবস্থা খুবই খারাপ। ঔষধ ক্রয় করার টাকাও তার কাছে নেই। তার পিতা এলাইছ মিয়া ছেলেকে বাঁচাতে দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
মাছুম আহমদ এর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য বিকাশ: ০১৭৪২-৬২৮১৭২ নাম্বারে পাঠাতে বিনীত অনুরোধ জানিয়েছেন পিতা এলাইছ মিয়া। বিজ্ঞপ্তি