৩ আগস্ট আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের সম্মেলন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০৭:১৬,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ২৯৬ বার পঠিতসিলেট বিভাগ আয়কর আইনজীবী কল্যাণ পরিষদ এর এক জরুরী সভা পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক এম. শফিকুর রহমান এর সভাপতিত্বে ১৩ জুলাই সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় দীর্ঘ আলোচনার পর আগামী ৩ আগস্ট শনিবার সিলেট বিভাগ আয়কর আইনজীবী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ও কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় হাসনু চৌধুরীকে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এবং বাহাউদ্দিন বাহারকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যথাক্রমে জহিরুল ইসলাম রিপন, মোঃ ইখতিয়াক হোসেন মঞ্জু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাজহারুল হক লিটন, সৈয়দ আব্দুল হামিদ, মোঃ খায়রুল আলম প্রমুখ।
সভায় আগামী ৩ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট সিটি সেন্টারের ১০ম তলায় স্প্যাইসি রেস্টুরেন্টে সিলেট বিভাগ আয়কর আইনজীবী কল্যাণ পরিষদ এর সম্মেলন ও কার্যকরী কমিটি গঠন অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক প্রবীন আয়কর আইনজীবী হাসনু চৌধুরী বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি