হযরত শাহ তৈয়ব ছয়লানি রঃ ইয়ুথ ফেডারেশনের প্রবাসী সংবর্ধনা ২ আগষ্ট

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৩:৩০,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৬৮ বার পঠিত
দক্ষিণ সুরমার সিলাম শেখ পাড়াস্ত হযরত শাহ তৈয়ব ছয়লানি (রঃ) ইয়ুথ ফেডারেশনের উদ্যোগে ফেডারেশনের কার্যালয়ে ২ আগষ্ট বার বেলা ২টায় ফেডারেশনের প্রবাসী উপদেষ্টাদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্তিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন হযরত শাহ তৈয়ব ছয়লানি (রঃ) ইয়ুথ ফেডারেশনের সভাপতি কবির আহমদ রুহেল।