বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোঃ আবুল কাশেম সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:০০:৪৫,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩০৯ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় সিলেটের অনলাইন পোর্টালের সংবাদকর্মী ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোঃ আবুল কাশেম আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশ্বনাথেরগাঁও নামক এলাকায় বিশ্বনাথ-রামপাশা সড়কের এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আবুল কাশেম জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বিশ্বনাথ বাজারে আসার পথে বিশ্বনাথ-রামপাশা সড়কের বিশ্বনাথেরগাঁও নামক স্থান অপর প্রান্ত থেকে আসা একটি অটোরিকশা (সিএনজি) তার মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল নিয়ে সড়কে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।