অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০৬:২৮,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৯ বার পঠিত
সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ০৯ আগস্ট রাত ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল উইং কমান্ডার আসাদুজ্জামান ও এএসপি ওবাইন এর নেতৃত্বে এসএমপির শাহপরাণ থানা এলাকায় আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে।
অভিযানে এসএমপির শাহপরাণ থানাধীন টিলাগড় পয়েন্ট থেকে গাজী বুরহানউদ্দিন গামী রোডে হাজী আব্দুল মোতালিব চৌধুরী চান্দঁভরাং হাউস-১২, টিলাগড়স্থ বাসার সামনের পাকা রাস্তার উপর থেকে ০১ টি বিদেশী রিভলবার ও ০২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। উল্লেখ্য যে, উক্ত আসামী ইতিপূর্বে সন্ত্রাসী কার্যকলাপের জন্য পুলিশ কর্তৃক একাধিকবার ধৃত হয়েছিল। গ্রেফতারকৃত শেখ মোহাম্মদ নজরুল ইসলাম বিজয় (২৭), কল্যাণপুর-১৯ টিলাগড়, থানা- শাহপরাণ, এসএমপি সিলেট।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।