মাধবপুরে ডাকাত গ্রেপ্তার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৪২:৩৯,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৫৬ বার পঠিতহবিগঞ্জের মাধবপুরে ডাকাতদলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ।
গ্রেপ্তারকৃত ইজাজুল ইসলাম উপজেলার শ্যামলী এলাকার মতি মিয়ার ছেলে। শুক্রবার ভোররাতে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর জানান, ইজাজুল আন্তঃজেলা ডাকাতদলের লিডার। তার বিরুদ্ধে ডাকাতি এবং চুরির একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।