যুবলীগ নেতা জাহাঙ্গীর কারাগারে

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:১৭:৪৭,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৬৯ বার পঠিত
পুলিশ এ্যাসল্ট মামলায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। ১৪ আগস্ট বুধবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এর আগে জাহাঙ্গীর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
এই মামলায় জাহাঙ্গীর আলম সহ কয়েকজন উচ্চ আদালত থেকে আগাম জামীন নেন। জামিনের মেয়াদ শেষ হলে বুধবার জাহাঙ্গীর সিলেটের মূখ্য হাকিম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
গত ২ জুলাই খাদিমপাড়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট আফছর আহমদ ও জাহাঙ্গীর আলম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশের উপরও আক্রমন হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরে শাহপরাণ থানা পুলিশ বাদী হয়ে একটি এসল্ট মামলা দায়ের করেন।