কথিত বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:১১:৩৩,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৯৮ বার পঠিত
কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন; কক্সবাজারের টেকনাফ উপজেলায় যার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. বাবুল হোসেন (৩৫) ১৬ আগস্ট শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে বাবুলের ঘরে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে।
“আত্মরক্ষার জন্য পুলিশ ৩৮ রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে বাবলুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
একই সময় ঘটনাস্থল থেকে নিহত বাবুলের বাবা আনোয়ার হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া ঘটনাস্থল থেকে আটটি শটগানের গুলি, সাতটি গুলির খোসা ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।