চট্টগ্রামের হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৫৬:১৩,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩১৭ বার পঠিত
হাটহাজারীতে শামীম আকতার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ ওই এলাকার মো. আবুল কাশেমের স্ত্রী। ১৯ আগস্ট সোমবার দুপুর দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উবায়দুল্লাহ নগর বার্মাটিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, সকাল ১০টার দিকে নিজ বসতঘরের ছাদের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শামীমের ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। নিজেরাই মরদেহ নিচে নামিয়ে ফেলেন। বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’