জিন্দাবাজার থেকে ৬টি বিষধর সাপ উদ্ধার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:২৪:১৭,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৩২ বার পঠিতনগরীর জিন্দাবাজার থেকে ২টি গোখরাসহ ৬টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকালে জিন্দাবাজার কাস্টম অফিস ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকা থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে দেশের প্রখ্যাত সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালীসহ ৭ সদস্যের একদল সাপুড়ে এই সাপগুলো ধরতে সক্ষম হন। এখানে গোখরাসহ আরো বিষধর সাপ রয়েছে বলেও ধারনা করছে সাপুড়েরা।
আরিফুল হক চৌধুরী বলেন, গত কিছু দিন থেকে নগরীর জিন্দাবাজার কাস্টম অফিস ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকার সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজ করতে গিয়ে শ্রমিকরা সাপের উপদ্রব আচ করতে পেরে আমাকে জানান। সোমবার সকালে তিনি সাপুড়ে ডেকে এনে সাপগুলো উদ্ধার করেন।
সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি অনেকগুলো বিষধর সাপ আছে এখানে। পরে ২টি বিষধর গোখরা সাপসহ ৬টি সাপ উদ্ধার করা সম্ভব হয়।
এসময় সিটি কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রকৌশলী আলী আকবরসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।