সাভারে রাস্তার পাশে মিলল নবজাতকের মরদেহ

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৩৫:৪৭,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৭ বার পঠিত
আশুলিয়ায় সদ্যভূমিষ্ঠ এক নবজাতকের পলিথিনে মোড়ানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে আশুলিয়ার মধ্য গাজীরচট বটতলা এলাকায় সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সড়কের পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পরিচয় না পাওয়ায় স্থানীয়দের মাধ্যমে মাটি দেয়ার ব্যবস্থা করা হয়।