সিলেট নগরী চালিবন্দর থেকে ৭ জুয়াড়ি আটক

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৩২:৪০,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৪ বার পঠিত
চালিবন্দর এলাকা থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে র্যাব।১৯ অগাস্ট সোমবার দিবাগত রাত ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৯ এর ভারপ্রাপ্ত সংবাদমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওবাইন জানান, আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার বুড়িশ্বর গ্রামের আক্তার মিয়া (৩৫), দক্ষিণ সুরমার খোজারখলার রুবেল মিয়া (৩২), সুনামগঞ্জের শাল্লার চিরাইল গ্রামের জানু মিয়া (৩০), কানাইঘাটের গোয়ালজোর গ্রামের মো. শামীম (৩৩), নগরীর মেন্দিবাগের নাসির উদ্দিন (৪০), হবিগঞ্জের লোহাগাঁওয়ের মো. জয়নাল (২৬) ও দিরাইয়ের ভাটিপাড়া গংকার মো. এখলাছ।