কলেজছাত্রী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫১:২৯,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৭৫ বার পঠিত
যশোর সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় একটি স্মার্টফোন কিনে না দেয়ায় মারিয়া জামান রিমি নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার রাত ৯টার দিকে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত রিমি যশোর সদর উপজেলার ঘুরুলিয়া এলাকার মোস্তফা জামানের মেয়ে এবং যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
জানাজায় , স্মার্টফোন কিনে না দেয়ায় তার মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।