ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২০:১৬,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। সাম্প্রতিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অধিবেশন অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি মাওলানা হিফজুর রহমানের সভাপতিত্বে ও সালমান চৌধুরীর পরিচালনায় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা জাকির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, সহ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ফেরসাউস, বিশ্বনাথ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক কারী আবু সুফিয়ান।
কাউন্সিলে সালমান চৌধুরীকে সভাপতি, ওলীউর রহমানকে সাধারণ সম্পাদক ও হাফিজ সালীমকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট দশঘর ইউনিয়ন ছাত্র জমিয়তের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়ীত্বশীলরা হলেন- সিনিয়র সহ সভাপতি মোসলেহ উদ্দিন, সহ সভাপতি মাওলানা তাহের চৌধুরী, মুহাম্মদ আব্দুল কাদির, সহ সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক বেলাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ, মাদরাসা বিষয়ক সম্পাদক উসমান জহুর, অর্থ সম্পাদক মারুফ আহমদ, দপ্তর সম্পাদক মেরাজুল হক্ব, শরীর চর্চা বিষয়ক সম্পাদক হাম্মাদ, সাহিত্য বিষয়ক সম্পাদক কামাল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ওলী আহমদ, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, পাঠাগার সম্পাদক ইমন আহমদ, সদস্য আলী হুসাইন, প্রমুখ।