সাপের কামড়ে যুবক আহত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২১:৩৭,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ২৮৫ বার পঠিত
গোলাপগঞ্জে সাপের কামড়ে এক যুবক আহত হয়েছে। আহত যুবক উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের মদন মালাকারের ছেলে সুমন মালাকার (১৮)।
আহত যুবক বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছেন আহত সুমনের বড় ভাই প্রমুদ মালাকার।
তিনি জানান বৃহস্পতিবার বিকাল ৫টায় সুমন বাড়ি থেকে বের হয়ে বাড়ির রাস্তার ঝোপের পাশে আসলে অসতর্কতাবশতঃ সাপ দংশন করে। পরে ব্যথা অনুভব করলে তার আত্মচিৎকারে বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসা গ্রহণের পর বর্তমানে সুমনের শারিরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে প্রমুদ মালাকার জানান। সুমন স্থানীয় বাজারে তাদের নিজস্ব সেলুনে কাজ করে বলে জানান তিনি।