ভ্রাম্যমান আদালতের অভিযান ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৩:৩১,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩১২ বার পঠিত
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদঃ
বিশ্বনাথ উলজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি রেষ্টুরেন্টসহ ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। আদালত পরিচালনাকালে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে রেষ্টুরেন্ট পরিস্কার পরিছন্ন না থাকা, কর্মচারীরা গ্লাভস ব্যবহার না করে খাবার পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তান্দুরী রেষ্টুরেন্ট ও বিসমিল্লাহ ভোজনগর রেষ্টুরেন্টকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা এবং পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায়,আফতাব আলী অটো রাইচ মিলকে পাঁচ হাজার টাকা ও মাহিম ট্রেডার্সকে দুই হাজার জরিমানা করা হয়।