দল ভাঙলেন রজনীকান্ত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৪২:৩৯,অপরাহ্ন ১৩ জুলাই ২০২১ | সংবাদটি ২৭৫ বার পঠিতছয় মাস আগে ঘোষণা করেছিলেন শারীরিক অসুস্থতার জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এবার সত্যিই তিনি রাজনীতি ছাড়লেন। একইসঙ্গে আজ নিজের দল ‘রজনী মাক্কাল মান্দ্রাম’ ভেঙে দিলেন। অভিনেতা ‘রজনী মাক্কাল মান্দ্রাম’-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তারপর সাংবাদিক সম্মেলনে জানান, ভবিষ্যতে আমার রাজনীতিতে নামার কোনোরকম পরিকল্পনা নেই।
এরপরই নিজের দলটি ভেঙে দেওয়ার কথা জানান তিনি। আর দলের কর্মীরা আপাতত তার ফ্যানক্লাবের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন। প্রাথমিকভাবে যদিও মনে করা হচ্ছিল, এই রজনী মাক্কাল মান্দ্রামের মাধ্যমেই ভবিষ্যতে রাজনীতির ময়দানে নামবেন ‘থালাইভা’।
এই প্রসঙ্গে রজনী বলেন, “আমি রজনী মাক্কাল মান্দ্রাম দলটি তুলে ভেঙে দিচ্ছি। আরএমএম-এর আধিকারিকরা রজনীকান্ত ফ্যান ক্লাব অ্যাসোসিয়েশনের হয়ে জনগণের জন্য কাজ করবে।