আল-ফোরকান ফাউন্ডেশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:৫৮,অপরাহ্ন ২২ জুন ২০২২ | সংবাদটি ৪৩ বার পঠিত
আল-ফোরকান ফাউন্ডেশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা দশঘর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে বিভিন্ন পানি বন্দী ১০০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল, ২কেজি৫০০গ্রাম চাল, ১কেজি পিয়াজ,১কেজি আলো,৫০০ গ্রাম সুয়াবিন তৈল,
২লিটার পানি, ৫০০ গ্রাম ডাল,৫০০গ্রাম চিনি,১টা চা পাতা,২টা সাবান,১প্যাকেট মোমবাতি, ২প্যাকেট ওর স্যালাইন।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহ্বায়ক কমিটি সদস্য আনহার বিন সাইদ ।
উপস্থিত ছিলেন মোঃজুনেদ মিয়া,মোঃকয়েছ মিয়া, মোঃশাহরিয়া রনি,মোঃআফসার আহমেদ শিমুল, মোঃজোবায়ের,মোঃসেলিম উদ্দীন,প্রমুখ।