বামছাস’র বার্ষিক সাধারণ সভা ও কমরেড ধীরেন সিংহ স্মরনে স্মতিচারণ অনুষ্ঠান সম্পন্ন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৪:৪৯,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ৭৪৩ বার পঠিত
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর পলিট ব্যুরো মেম্বার ও সিলেট জেলা সম্পাদক বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক কমরেড ধীরেন সিংহ’র প্রয়ানে “বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস)” কেন্দ্রীয় কমিটির উদ্যোগে (৩০ ডিসেম্বর) শুক্রবার সকালে নগরীর একটি হোটেলের হলরুমে কেন্দ্রীয় কমিটির সভাপতি থোকচম্ বিকি সিংহ’র সভাপতিত্বে এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভার শুরুতেই সবাই এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে প্রয়াত কমরেড ফলেম্ ধীরেন সিংহ’র বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন। কমলিকা সিনহা’র সঞ্চালনায় প্রয়াত কমরেড ধীরেন সিংহ’র স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন বামছাস’র উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এন.এম.এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান শ্রী এল. নন্দলাল সিংহ, উপদেষ্টা নাট্যজন শ্রী এম. উত্তম সিংহ রতন, উপদেষ্টা ও সমাজসেবক শ্রী থেঙ্গুজম্ হিরন্ময় সিংহ হিরন, উপদেষ্টা ও শিক্ষক শ্রী খোমদ্রাম বীরেন সিংহ, সহ- সভাপতি ময়েম্বম্ মুকেশ, সাংগঠনিক সম্পাদক রনিক সিংহ, সমাজসেবক শ্রী প্রমানন্দ সিংহ ও প্রয়াত কমরেড ধীরেন সিংহ’র তনয়া ফলেম্ থমোয় সিনহা বেবী প্রমুখ।
স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে “বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস)”-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি বিকি সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার শুরুতেই বার্ষিক কার্যক্রমের রিপোর্ট পেশ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাওরম্বম্ অয়নমনি সিংহ। এরপর কোষাধ্যক্ষ অনুরাগ রাজকুমার তাঁর বার্ষিক আয়ব্যয়ের হিসাব সভায় উপস্থাপন করেন। সভায় উপদেষ্টা মন্ডলীসহ উপস্থিত সকলে ব্যাপক আলোচনার পর সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন সর্বম্মতিক্রমে অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি