হলি গ্রুপ—এর এডুকেশন এক্সপো ২০২৩—এ সার্ভিস চার্জ ফ্রি!

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪২:০৫,অপরাহ্ন ০১ মার্চ ২০২৩ | সংবাদটি ১১৪ বার পঠিতবৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল পযন্ত দিনব্যাপি চলবে এডুকেশন এক্সপো-২০২৩ হলি গ্রুপ-এর অফিসে, USA Spot Admission & Australia and Italy Spot Assessment. ২ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত।
ইন্টারন্যাশনাল স্টুডেন্টের বিদেশে ভর্তি সহায়তায়
হলি গ্রুপ-এ সার্ভিস চার্জ ফ্রি ঘোষণা দিয়েছেন হলি গ্রুপের সিও শাহেদ আহমদ। তিনি বলেন, সিলেটের স্টুডেন্টদের জন্য আরও কাজ করতে চান। আগামী মে, এপ্রিল ও সেপ্টেম্বর শেসনের জন্য এমন ঘোষণা দিয়েছেন।
তাই আর দেরি না করে চলে আসুন আসুন হলি গ্রুপের অফিসে। আর বি কমপ্লেক্স ২য় তলা, পূর্ব জিন্দাবাজার, সিলেট। কল করুন এই নাম্বারে— ০১৭১৫-০৭৩৮৬৪.