সিলেট আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন নেই আনোয়ারের

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৩:৪৯,অপরাহ্ন ১১ মে ২০২৩ | সংবাদটি ৭৮ বার পঠিতসিলেট আওয়ামী লীগকে নিয়ে কোনো প্রশ্ন নেই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। এবারই প্রথম সিলেটে কোনো নির্বাচনে প্রার্থী হলেন। সিলেটে রাজনৈতিক অভিজ্ঞতাও তার কম নয়। গত সিটি করপোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের কাছাকাছি থেকে নির্বাচনে সহযোগিতা করেছেন। কিন্তু আওয়ামী লীগ জয়ী হতে পারেনি। এবার আনোয়ার নিজেই প্রার্থী। দলীয় প্রধানের ইশারায় সিলেট সিটিতে নির্বাচনে নামেন। শেষে দলীয় মনোনয়নও পান তিনি। এখন পুরোদমে নির্বাচনী মাঠে।
শক্ত প্রতিপক্ষ কে- এখনো নিশ্চিত নন।
এরপরও সিলেট আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আনোয়ার। মানবজমিনকে জানালেন- অতীতের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। পরাজয় নয়, এবার নৌকার বিজয় দেখতে সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। এটা ভালো দিক বলে মন্তব্য করেন তিনি। আনোয়ার জানান- নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আমার তরফ থেকে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে ফলাফল আসবে সেটি আমরা মেনে নেবো। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ আমরা করবো না। আর আওয়ামী লীগ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার বিষয়টি ‘ইম্পসিবল’। কারণ, নির্বাচন কমিশন স্বাধীন মতো তার কাজ করবে। সেখানে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ নেই, আর আমাদেরও সে ধরনের কোনো ধারণা নেই। আমরা স্বচ্ছ নির্বাচনে আশাবাদী। ইভিএম নিয়ে কোনো সন্দেহ নেই তার।
আনোয়ার জানান- উপজেলা, পৌর এবং ইউনিয়ন নির্বাচন ইভিএম-এ হয়েছে। কোনো সমস্যা হয়নি। সিটি করপোরেশন নির্বাচন ইভিএম-এ হতে কোনো অসুবিধা নেই। আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। নির্বাচনে আগে প্রশাসনে রদবদলে আওয়ামী লীগের কোনো হাত রয়েছে কী না- প্রশ্ন করা হলে আনোয়ারুজ্জামান জানান- এটা ঠিক না। নানা ভাবে নানাজন নানা কথা বলছেন। কিন্তু আমরা কোথাও হস্তক্ষেপ করছি না। প্রশাসন তার রুটিন কাজ করেছে। সেখানে প্রশ্ন তোলা অবান্তর বলে- পাল্টা প্রশ্ন করেন আনোয়ার। সিলেট সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর পদে একেকটি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী। এতে নৌকার কোনো সমস্যা হবে কি না প্রশ্নে জবাবে আনোয়ার বলেন- সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী একজনই। আর যারা কাউন্সিলর হয়েছেন তারা কেউ দলীয় প্রার্থী না। তারা সামাজিকভাবে এলাকাভিত্তিক প্রার্থী হবেন। আমরা কাউকে প্রার্থী করছি না। আর আমাদেরও কোনো প্রার্থী নেই।
এতে করে সার্বিকভাবে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেন তিনি। সিলেট আওয়ামী লীগের দুই সেক্রেটারি বাইরে। এর মধ্যে একজন গতকাল এসেছেন। এতে কী মনে হয় না আওয়ামী লীগে গতি কম আছে- এমন প্রশ্নে জবাবে আনোয়ার জানান- তারা দু’জন নৌকার পক্ষে কাজ করছেন। মহানগর সেক্রেটারি আজ এসেছেন। তাকে আমি রিসিভ করেছি। খুব শিগগিরই উমরাহ্ থেকে সিলেটে ফিরবেন জেলার সেক্রেটারি। তিনি ওখান থেকেও কাজ করছেন বলে জানান আনোয়ারুজ্জামান। বলেন- সিলেট আওয়ামী লীগে কোনো ধরনের কনফিউশন নেই। এবার সবাই ঐক্যবদ্ধ। নৌকার জয়ের জন্য যে যার অবস্থান থেকে কাজ করে চলেছেন বলে জানান তিনি।
ইতিমধ্যে নির্বাচন সংক্রান্ত যেসব কমিটি গঠন করা হয়েছে সেগুলো নিয়েও সন্তুষ্ট মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান। তার মতে- যেসব কমিটি গঠন করা হয়েছে সেগুলো নিয়ে সন্তুষ্ট। শুধু একটি নয়, কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। জনগণের নজর কাড়তে এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে ভোটারের কাছাকাছি যেতে চারটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এতে কেন্দ্রীয় নেতারাও মনিটরিং করবেন বলে জানান তিনি। এটি কেবল মাঠে প্রচারণায় গতি বাড়ানোর জন্য করা হয়েছে। এর বাইরে সেন্টার কমিটিও গঠন করা হচ্ছে বলে জানান আনোয়ার। এসব কমিটি ঐকমত্যের ভিত্তিতে গঠন করা হচ্ছে। যারা কাজ করবে তাদেরকে নিয়েই কমিটি গঠন করা হচ্ছে। সিলেটের মানুষও গ্রহণযোগ্য নির্বাচন চান দাবি করে আনোয়ারুজ্জামান বলেন- সিলেটের প্রেক্ষাপট ভিন্ন। এখানকার সম্প্রীতি ভালো। সবাই চায় গ্রহণযোগ্য নির্বাচন। আমরাও চাই। আর জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সিলেট সিটিতে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই বলে জানান তিনি।