ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে সেচ্ছায় রক্ত দান কর্মসূচী অনুষ্ঠিত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৩৭:৩৭,অপরাহ্ন ২৩ জুলাই ২০২৩ | সংবাদটি ১৩৮ বার পঠিত
“মানবতাই আমাদের লক্ষ্য ” এই শ্লোগান সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’-এ র আয়োজন করা হয়। শনিবার (২২জুলাই ২০২৩ ইং ) ইসলামপুর মেজরটিলা বাজারে
মুজিব – জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহের বাসে – এ সকাল ১১ ঘটিকায়
কর্মসূচি শুরু হয়।
মানুষকে ভালোবেসে যত কাজ করা যায়, তার মধ্যে অন্যতম হলো রক্তদান। অন্যকে রক্ত দেয়ার মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায়, তেমনি রক্তদান করলে রক্তদাতার নিজের শরীরেরও উপকার হয়। এছাড়া অসহায় মানুষের পাশে থাকা সওয়াবের কাজ।
ইয়াং স্টার ক্লাব২০০২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত রক্ত দান সহ বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক কাজে অংশ গ্রহণ করে তাকে। সেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে
৩৩ জন পুরুষ ও মহিলা রক্তদান করেন।
এই কাজে এগিয়ে আসার জন্য মানুষকে সচেতন করতে এবং অনুপ্রাণিত করতে আমাদেরকে আরও বেশি করে সচেষ্ট হতে হবে।
আজকে যাঁরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন তাঁদের সকলের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেন ইয়াং স্টার ক্লাবের
নেত্রী বৃন্দ।
অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে সম্মাননা ইয়াং স্টার ক্লাবের টি – শার্ট তুলে দেন অতিথিরা।
সেচ্ছায় রক্ত দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং খাদিম পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান , ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা এডভোকেট আফছর আহমদ, সিদ্দিক প্লাজার স্বত্বাধিকারী ইসতিয়াক আহমদ সিদ্দিকী,
নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাজেরা বেগম, সাজেদা বেগম, ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা মতিউর রহমান রিপন, জুয়েল দে, অভিজিৎ দে সুমন, ইসলামপুর সমাজ কল্যাণ সংঘের সভাপতি বাহারুল ইসলাম বাহার, রাকিব আহমদ, ইয়াং স্টার ক্লাবের সভাপতি মাসুদুর রহমান মাসুদ , সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,
রুকন আহমদ, এস এম শোয়েব, মাসুদ আহমেদ ইমন রুমেল আহমদ, রেনেসাঁ যুব সংঘের সভাপতি সিহাব আহমেদ,
উদয়ন যুব সংঘের সভাপতি মহিউদ্দিন, জাকির আহমদ, জসিম আহমদ, সামাদ আহমদ, খোকন আহমদ, মামুন আহমদ, পারভেজ আহমদ, আব্দুর রহমান তানজিদ, রাসেল আহমদ, প্রমূখ।
মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, মেডিকেল টেকনোলজিষ্ট খন্দকার মো: জাকারিয়া, ষ্টাফ শাহেদ অাহমদ, মোজাম্মেল হক বাবলা, খিদমাহ ব্লাড ব্যাংক এর অাবিদ অামান রাব্বানি, স্বেচ্ছাসেবক জইন উদ্দিন জয়, বাছিত রোম্মান।