নগরীর থেকে ৭ জুয়াড়ি আটক

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১:৪১:২৮,অপরাহ্ন ২২ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮৫ বার পঠিতনগরীর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুলাই) বিকেল ৪ টায় নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের পাশ থেকে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় জুয়ার বোর্ড থেকে দুইহাজার ছয়শত পয়ত্রিশ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, শের আলী (৪৫), দেলায়ার হোসেন (২৬), তুহিন আহমদ (২০), আনছার উদ্দিন (২৯), সবুজ মিয়া (২৬), ইয়ামিন আহমদ (৩৪) এবং কামরুল হাসান (২৮)।
এদিকে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।