ছেলেধরা সন্দেহে তিনজনকে গণপিটুনি
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:৪৪:৪৩,অপরাহ্ন ২২ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৫৭ বার পঠিত
ছেলেধরা সন্দেহে হবিগঞ্জ সদর উপজেলায় তিন ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ওই তিন ব্যক্তিকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
রোববার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অলিপুরে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
গণপিটুনিতে আহত তিনজন হলেন, মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাশিপুর গ্রামের তোরাব আলীর ছেলে মোখলেছ মিয়া (৩২), একই এলাকার রতনপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে গিয়াস উদ্দিন (৩২) ও বরিশালের উজিরপুর থানার হাতিপুর গ্রামের শাহেদ মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৩০)।
শায়েস্তাগঞ্জ থানার এসআই মোজাহিদুল ইসলাম জানান, অলিপুর এলাকায় তিন ব্যক্তি একটি সিএনজিতে করে ঘুরাফেরা করছিল। এসময় তাদের দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ওই তিন ব্যক্তিকে ধাওয়া করলে তারা সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাদের আটকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুজ্জামান জানান, গণপিটুনির শিকার ব্যক্তিদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।