ওসমানীনগরে অপহরণ মামলায় আটক ২
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৩০:৪৩,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিতসিলেটের ওসমানীনগরে অপহরণ মামলায় অভিযুক্ত ২ জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।
সোমবার (২২ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে নারায়নগঞ্জের ভুলতা ও রাজধানীর আশুলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মজিদ মিয়ার পুত্র খয়ের খান (২৫) ও একই গ্রামের এখলাছুর রহমান গেদনীর পুত্র মামুন মিয়া (২৫)।
মামলা সূত্রে জানা যায়,গত (৪মার্চ) উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের তুফায়েল আহমদের ছোট ভাই হোসাইন আহমদকে অভিযুক্তরা অপহরণ করে নিয়ে যায়। অপহৃত হোসাইনকে খয়ের খান বাড়িতে নিয়ে হাত-পা বেধে প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।
এছাড়া হোসাইনকে আটকে রেখে তার পরিবারের কাছে আরো এক লক্ষ চৌরাশি হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। হোসাইনের পরিবার অপহরণকারীদের দাবিকৃত টাকা দিতে অপারতা দেখালে প্রাইভেট কারযোগে হোসাইনকে হত্যার উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে নেয়ার পথে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৭ মার্চ অপহরণের শিকার হোসাইনের বড় ভাই বাদি হয়ে পশ্চিম তিলাপাড়া গ্রামের বাবুল মিয়া, খয়েরখা, মামুন মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় মামলা করেন। মামলা নং-০৬।
ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার সুজিত চক্রবর্তী বলেন, দীর্ঘদিন চেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করতে সক্ষম হই। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।