জেলা অটোরিক্সা সি এন জি শ্রমিক ইউনিয়ন দয়ামীর উপ-শাখার নির্বাচন সম্পন্ন

কে এম রায়হান
প্রকাশিত হয়েছে : ৬:৩৬:৩০,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২২ বার পঠিত২৪ জুলাই বুধবার সিলেট জেলা অটোরিক্সা সি এন জি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভূক্ত ওসমানীনগর উপজেলার দয়ামীর উপ শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।
দয়ামীর বাজার ওসমানী মার্কেটে স্হাপিত নির্বাচন কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয় উক্ত নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৩৯ জন।এতে ৪০৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেন এর মধ্যে ২৭ টি ভোট বাতিল করা হয়।উক্ত নির্বাচনে মোঃ খালন মিয়া মিয়া (চেয়ার) প্রতীক নিয়ে ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদন্দি মোঃ মকবুল হোসেন (ছাতা)প্রতীকে ১৪৮ টি ভোট পেয়েছেন।সাধারন সম্পাদক পদে (চাকা) প্রতীক নিয়ে মোঃ মুজাহিদ ২২৭ ভোটে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি আব্দুল মালেক(আনারস) প্রতিক নিয়ে ১৭৪ টি ভোট পেয়েছেন।সাংঘঠনীক সম্পাদক পদে মোঃ তবারক আলী মনই (মটর সাইকেল) প্রতিক নিয়ে ১৯২ টি ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রার্থী ফারুক মিয়া (রিক্সা) প্রতিক নিয়ে ১১১ টি ভোট পেয়েছেন।সদস্য পদে মোঃ ইলাইছ মিয়া (মাছ) প্রতিক নিয়ে ২৫৭ টি ভোট পেয়ে প্রথম সদস্য ও মোঃ সেবুল মিয়া (বল) প্রতিক নিয়ে ২২৪ টি ভোট পেয়ে ২য় সদস্য নির্বাচিত হন।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক মোঃ শাহাবউদ্দীন,উপ নির্বাচন কমিশনার ছিলেন মোঃ মানিক মিয়া।প্রিজাইডিং অফিসার ছিলেন ইকবাল মিয়া।পোলিং অফিসার হিসাবে ছিলেন মোঃ কাওছার আহমদ দায়িত্ব পালন করেন। এসময় নির্বাচন পরিদর্শন করেন তাজপুর শাখার সভাপতি সুন্দর আলি খাঁন, সাবেক সভাপতি মোঃ দুনু মিয়া,মোঃ সিদ্দেক আলী ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ সাদ উল্লাহ, দৈনিক কালজয়ী সিলেট প্রতিনিদি কে এম রায়হান প্রমুখ।