আবারও তালতলাস্থ নন্দিতা সিনেমা হলে অভিযান, ১৫ জুয়াড়ি আটক
টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১০:৫০:৫৮,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৫১১ বার পঠিতনগরীর তালতলায় অভিযান চালিয়ে আবারও ১৫ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের নিচতলায় পরিত্যক্ত একটি কক্ষের ভিতর অভিযান চালিয়ে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় ১৫ (পনের) জন জুয়াড়িকে আটক করে পুলিশ। এর আগে রোববার (২১ জুলাই) বিকেল ৪ টায় নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হলে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।
তিনি জানান, কোতোয়ালী মডেল থানা পুলিশের আকস্মিক অভিযানে পুলিশ ১৫ জুয়াড়িকে আটকসহ জুয়া খেলার স্থান হতে ২টি মোটর সাইকেল, ১টি সিএনজি অটোরিকশা এবং নগদ ১হাজার ২৪০টাকা, ঝান্ডু মুন্ডু জুয়ার বোর্ড ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটককৃতরা হল, সুরমা মার্কেট উত্তরা রেস্টুরেন্ট এর কারিগর হবিগঞ্জের নবীগঞ্জ থানার আফতাব মিয়ার পুত্র নূরুল ইসলাম (৩৫), চুনারুঘাট থানার কালগাপুর গ্রামের মর্তুজ আলীর পুত্র সবুজ মিয়া (২৭), সুনামগঞ্জ ছাতকের উদয়পুর গ্রামের মৃত মতছির আলীর পুত্র আল আমিন (২৩), রামপুর গ্রামের শামসুল ইসলামের পুত্র মোজাহিদ উদ্দিন (১৯), সিলেটের বিশ্বনাথ থানার কিশোরপুর গ্রামের নেছার আলীর পুত্র সারওয়ার আহমদ (২০), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভ্যাটকালী গ্রামের আব্দুর রশীদের পুত্র খোকন আলী (২৯), টেংরাখালী গ্রামের মৃত বছরুল শেখের পুত্র মোঃ ইবাদুল শেখ (৩০), সিলেট জেলার বালাগঞ্জের জালাল্পুর গ্রামের কালা মিয়ার পুত্র আলা হোসেন (২৮), মৌলভীবাজারের কুলাউড়া থানার কাউকাপন গ্রামের সুধাংশু রায়ের পুত্র সুধির রায় (৪৫), সুনামগঞ্জ জেলার দিরাই থানার রাজনগর গ্রামের কাশেম আলীর পুত্র তুহিন আহমদ (২৫), বড় কাপন গ্রামের ফারুক মিয়ার পুত্র মামুন মিয়া (২৩), সুনামগঞ্জ জেলার ছাতক থানার আলমপুর গ্রামের মৃত জহির উল্লাহর পুত্র কামাল উদ্দিন (৩৫), সিলেটের মোগলাবাজার থানার সিলাম বিরাহিমপুর গ্রামের মৃত ইসাদ আলী পুত্র সাহেদ মিয়া (৩০), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রহিমপুর গ্রামের মৃত ইসরাইলের পুত্র রফিক মিয়া (৩৬) এবং সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের বীরগাও গ্রামের মনফর আলীর পুত্র তহুর আলী (৩৫)।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সুত্র জানিয়েছে।