বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়নের ছাত্রদলের ঝাড়ু মিছিল
![](https://timesylhet.com/files/uploads/2019/07/reporterpic.png)
বিশ্বনাথ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৪:১৯:৩৯,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৪৬ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের নব-গঠিত কমিটিকে প্রত্যাখন জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঝাঁড়ু মিছিল ও পথসভা করেছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় নয়াবন্দর বাজার থেকে মিছিল বের হয়ে বন্ধুয়া চৌরাস্তা মুখে এসে পথসভায় মিলিত হয়।
খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের নব-গঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (পদত্যাগকারী) নোমান আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম- সম্পাদক (পদত্যাগকারী) ইসলাম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন দফতর সম্পাদক (পদত্যাগকারী) নাজমুল ইসলাম, ইউপি ছাত্রদল নেতা গোলজার আহমদ, নেতা তাহিদ খান আব্দুল হাকিম আল আমিন,।
সভায় বক্তারা বলেন, খাজাঞ্চী ইউনিয়নে অছাত্র-অযোগ্য নেতাদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। বিতর্কিত নেতাদের কমিটিতে রাখা হয়েছে। যারা অতীতে আওয়ামী লীগের এজেন্ট হয়ে এলাকায় কাজ করেছিল। আমরা এ বিতর্কিত নেতাদের মেনে ছাত্রদল করতে চাই না। নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান ও বিগত সরকার পতন আন্দোলনে যারা রাজপথ ছেড়ে ঘরে বসে ছিল, তাদের দিয়ে ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়। আমরা এ সব নেতার নেতৃত্বে ছাত্রদল না করার সিদ্ধান্ত নিয়েছি। যারা ছাত্রদলকে বিতর্কিত করেছে, তারাই সংগঠনের নেতৃত্ব পেয়েছে। অবিলম্ভে ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহবান জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন আহমদ আলী, শামিম আহমদ, জামিল আহমদ, সামাদ মিয়া, নাজিম উদ্দিন, জয়নাল মিয়া, ছাদিক মিয়া, নাছির উদ্দিন, জুনেদ মিয়া, জুনেদ মিয়া, গিয়াস উদ্দিন, কামাল মিয়া,ছাব্বির মিয়া,ছাব্বির,প্রমুখ।