এবার হাতিরঝিলে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:১৮:০৭,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৭৯ বার পঠিতএবার রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম হাজিপাড়ায় একটি গার্মেন্টসে চোর সন্দেহে গণপিটুনি দেওয়ায় দেলোয়ার (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গণপিটুনির খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে গুরুতর আহতাবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটায় তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক অনাথ মিত্র বলেন, খবর পেয়ে পশ্চিম হাজিপাড়ায় ইজি গার্মেন্টসের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। ওই গার্মেন্টসের জিনিসপত্র চুরি করেছে— এমন অভিযোগে দেলোয়ারকে গণপিটুনি দেওয়া হয়। একইসঙ্গে ওই গার্মেন্টসের নিরাপত্তা কর্মী মইনকেও (২৮) তারা গণপিটুনি দেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহত দেলোয়ারের লাশ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত দেলোয়ারের পরিচয় জানাতে পারেনি।