গোলাপগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:০৭:৩১,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৬৬ বার পঠিতগোলাপগঞ্জের বাঘা হাওরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশু উপজেলার বাঘা ইউপির গন্ডামারা এলাকার খালিক মিয়ার ছেলে আহসান আহমদ (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুলাই) সকালে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের হাওরে গেলে অসাবধানতা বশতঃ পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোজাঁখুজির পর বাড়ির পার্শ্ববর্তী বাঘা হাওর থেকে তার ভাসমান নিতর দেহ উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বাঘা ইউপির চেয়ারম্যান ছানা মিয়া জানান, গোলাপগঞ্জ মডেল থানাকে মৌখিক অবগত করে শিশুটির মরদেহ বাদ জু’মা স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।









