জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:২১:৩২,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯ | সংবাদটি ১০০২ বার পঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে একটি মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন উপজেলার মোল্লারগাঁও গ্রামের মৃত পুতুল দাশের ছেলে সমীরন দাশ, মৃত সুরেন্দ্র সূত্র ধরের ছেলে সুনীল সূত্রধর, মৃত হরি মোহন দেবের ছেলে কংকন দেব, মৃত ধীরেন্দ্র নাথের ছেলে রিপন নাথ ও জিতেন নাথ সপু।
থানা সূত্র জানায়, শুক্রবার (২৬ জুলাই) ভোরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় থানার এসআই অনুজ কুমার দাশ, এসআই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরী, এসআই আফছার আহমদ, এএসআই মুক্তার হোসেন, এএসআই শাহীন চৌধুরী, এএসআই জাকির হোসেন সহ পুলিশ দল অভিযান চালিয়ে নন-জিআর ২৮/১৯ মামলার উক্ত আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরী নিশ্চিত করেন।