গোলাপগঞ্জ পৌরসভায় স্ট্রিট লাইট কাজের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:০৩:৫৩,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৩২১ বার পঠিতগোলাপগঞ্জ পৌরসভার স্বরসতী এলাকায় স্ট্রিট লাইট কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে পৌর মেয়র এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গেলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজান রহগমান, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, সাবেক কমিশনার ফরিদ উদ্দিন ইরানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা যায়, পৌরসভার উদ্যোগে প্রায় ২২ লক্ষ ৪৪ হাজার, ৭৬১ টাকা ব্যয়ে এলাকার দেড় কিলোমিটার জুড়ে স্ট্রিট লাইট বসানো হবে। স্বরসতী এলাকার প্রায় দেড় কিলোমিটার জুড়ে ৭৫টি স্ট্রিট লাইট বসানো হবে।