বালাগঞ্জ বাজার বনিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ চেয়ারম্যানের সাথে মতবিনিময়
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৩:২৬,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১৬ বার পঠিত
বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত বালাগঞ্জ বাজার বনিক সমিতির মতবিনিময় ২৮ জুলাই রবিবার দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেযারম্যান ও বালাগঞ্জ বাজার বনিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল মুনিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য সচিব রঙ্গের কুমার দাসের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক আহবায়ক ও গঠনতন্ত্র প্রনেতা প্রদুন্ম কুমার দত্ত, বালাগঞ্জ বাজার বনিক সমিতির আহবায়ক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আব্দুল হাফিজ রেনু, সাবেক সাধারন সম্পাদক মোঃ মকবুল মিয়া, বনিক সমিতির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ হাফিজ আহমদ, রজত চন্দ্র দাস ভুলন, হুসাইন আহমদ, নবনির্বাচিত বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মো: জুনেদ মিয়া,সহ- সভাপতি মো: আজাদ মিয়া, মো: রকিব আলী, সহ-সাধারন সম্পাদক দুলু মিয়া, অর্থ পরিকল্পনা সম্পাদক ম.আ.মুহিত, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির হোসেন মনি, সদস্য মোঃ রশীদ আলী,মো: আনোয়ার আলী, মো: জয়নাল আবেদীন, বদরুল ইসলাম মাহী, বিপুল রায়, এনামুল হক রাবিদ, কাওছার আহমদ কওছর, ফয়ছল আহমদ প্রমুখ। মতবিনিময় শেষে নতুন কমিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন পরিষদ থেকে এবং সাবেক আহবায়ক, সাবেক সভাপতি, সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্যদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন শাহীন আলম, আলী হোসেন।