শিশুদের নিরাপদ ইন্টারনেট সেবা দিতে রুল
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:১৪:০২,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৯৩ বার পঠিতশিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে শিশুবান্ধব ইন্টারনেট চালুর নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
অন্যদিকে ইন্টারনেটে আপত্তিকর সাইট বন্ধে নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।