মুহাম্মদ আমজাদ হোসাইন বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ’র সিলেট ব্যুরো চীফ নিযুক্ত
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:০১,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৩ বার পঠিতসিনিয়র সাংবাদিক মুহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘বাংলাদেশের খবর’ ও ‘বাংলাদেশ নিউজ’ এর সিলেট ব্যুরো চীফ হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৫ই জুলাই ২০১৯ইং তারিখে পত্রিকাদ্বয়ের সম্পাদক জনাব আজিজুল ইসলাম ভূঁইয়া ও বিএনইএল এর পরিচালক জনাব সৈয়দ মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক নিয়োগপত্রে তাকে ব্যুরো চীফ হিসেবে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
সাংবাদিক আমজাদ হোসাইন ১৯৮৭ইং সালের মাঝামাঝি সময়ে সিলেট বেতার কেন্দ্রের সংবাদ বিভাগে সাংবাদিকতায় হাতেখড়ি হয়। এর আগে ১৯৭৮ইং সালে দৈনিক সংগ্রামের শিক্ষা পাতা বেশ কয়েকটি ফিচার এবং ১৯৮৩ইং সালে স্থানীয় সাপ্তাহিক দেশ বার্তা পত্রিকায় খেলাধুলা বিষয়ক বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। এছাড়া অধুনালুপ্ত জাতীয় পত্রিকা দৈনিক বাংলা, সাপ্তাহিক জাহানে-নও, সাপ্তাহিক সোনার বাংলা বিভিন্ন বিষয়ে বেশ কিছু লেখা ছাপা হয়। ১৯৯৩ইং সালে সিলেটের বহুল আলোচিত দৈনিক জালালাবাদ পত্রিকায় মূলত পেশাদার সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু হয়। তিনি দৈনিক জালালাবাদ ছাড়াও ইসলামি টেলিভিশন, লন্ডন ভিত্তিক দৈনিক বাংলাদেশ এর ব্যুরো চীফ, জাতীয় দৈনিক ইত্তেফাক ও দৈনিক ইনকিলাব এর স্পোর্টস রির্পোটার হিসাবে দীর্ঘদিন কাজ করেন। এ নিয়োগ পাওয়ার পূর্ব পর্যন্ত ইংরেজী জাতীয় দৈনিক উধরষু ওহফঁংঃৎু এবং ঞযব অঢ়ঢ়ধৎবষ ঘবংি এর সিলেট ব্যুরো চীফ হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার এর সিলেট মহানগর সংবাদদাতা ও সিলেটের প্রথম ইংলিশ অনলাইন ঝুষযবঃমধুবঃঃব এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ এর সংবাদ ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে তার সাথে ০১৭১২১০২২০২/০১৫৫২৪২৬৮৩৮ এই নাম্বারে করা যাবে। (বিজ্ঞপ্তি)