রাজধানীর মেরুল বাড্ডায় ছুরি মেরে যুবককে হত্যা
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:৫৬:৩৬,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫০৯ বার পঠিত
রাজধানীর মেরুল বাড্ডার ঝিলপাড় এলাকায় নাসির (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, আরিফ নামে মাদকাসক্ত এক যুবক তাকে হত্যা করেছে। আরিফকে গ্রেফতার করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঝিলপাড়ের মাদকাসক্ত যুবক আরিফ নাসিরের বুকে ছুরিকাঘাত করেন। আরিফ ও নাসির দু’জনই মাদক বিক্রেতা ও মাদকসেবী। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। ওসি বলেন, ময়নাতদন্তের জন্য নাসিরের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।