কাশ্মীরে প্রাদেশিক শাসন পুন:প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলতে হবে -ছাত্র মজলিস সভাপতি

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪০:২৯,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৩১ বার পঠিত
কাশ্মীরে মুসলিম নির্যাতন এবং নেতৃবৃন্দকে গৃহবন্দিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেছেন, সামন্য আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অতিরক্ত সেনা মোতায়ন, মুসলিম নেতাদের গৃহবন্দীসহ স্বাধীনতাকামী কাশ্মীরি মুসলমানদের ওপর ঢালাওভাবে নির্যাতন করছে। এবং অন্যায়ভাবে তাদের স্বায়ত্তশাসন বাতিল করে ভারত সরকার প্রমাণ করেছে তারা মুসলিম বিদ্বেষী।
অনতিবিলম্বে তাদের প্রাদেশিক শাসন পুনর্বহাল করতে হবে। তিনি কট্টরপন্থী মুসলিম বিদ্বেষী মুদির বিরুদ্ধে মুসলিম নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন।
৫ আগষ্ট সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গাইবান্ধা জেলা কর্তৃক আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
শাখা সভাপতি অনিক আহমদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিস রংপুর জোন পরিচালক মাস্টার সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ আবদুল গাফফার, খেলাফত মজলিস গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ গোলাম আযম, সহ সভাপতি প্রফেসর জহুরুল হক, ছাত্র মজলিস গাইবান্ধা জেলা সাবেক সভাপতি মেহেদি হাসান, প্রমুখ।