গোলাপগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী
গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১:৪৫:৫১,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৩০ বার পঠিত
গোলাপগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’র (১ – ৭আগষ্ট) ৫ম দিনে সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং বেসরকারি এনজিও সূচনা, নতুন দিন ও সীমান্তিক এর উদ্যোগে এ র্যালী অনুষ্ঠিত হয়। এসময় “শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন” শীর্ষক র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সম্মুখের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তউহিদ আহমদ, জুনিয়র কনসালটেন্ট সমিরণ চন্দ্র নাথ, ডা: মুহছিনুজ্জামান খান, ডা: মাহমুদুল আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সাংবাদিক সাকিব আল মামুন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।