বিশ্বনাথ উপজেলার রাজ চন্দ এক স্কুল ছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদ
প্রকাশিত হয়েছে : ২:০৩:৪০,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৬২ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের রনজিত চন্দ রানার ছেলে ও স্হানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ওই স্কুল শিক্ষার্থীকে রবিবার (৪আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে। বিষয়টি নিশ্চিত করে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর বলেন, ব্লাড টেষ্ট করার পর শিক্ষার্থী রাজ চন্দের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হয় তার পরিবার।বর্তমানে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিক্ষার্থী সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও আর্শিবাদ প্রার্থী।