জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:২০:৪৭,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০১ বার পঠিত
জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শিমুলতলী ও বিকেলে কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার দোগাছি গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে আব্দুল গফুর (৭০) ও পাঁচবিবি উপজেলার শালগ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুল বারিক (৫৫)। গুরুতর আহত পাঁচবিবি উপজেলার ডুগডুগি গ্রামের মহিসন বিবি নামে এক নারীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-ধামুরহাট সড়কে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল গফুর এবং বিকেলে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কাশিয়াবাড়ি এলাকায় আরেক যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল বারিক মারা যান।